--- শৈশবের স্মৃতি ---
" সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো" ছোট বেলায় 'সময় ' রচনা পড়তে গিয়ে উক্ত লাইনটির সঙ্গে পরিচিত হয়েছিলাম ।
তখন হয়তো শব্দগুলোর মানে সঠিক ভাবে বুঝতে পারিনি। কিন্তু এখন শব্দগুলোর অর্থ যথার্থভাবে বুঝতে পেরেছি।
সময় নিজ আপন নিয়মে চলে কখনো কারো জন্য থেমে থাকে না ঠিক তেমনি আমাদের জীবনকাল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমে শৈশব ও কৈশোর কাল অতিক্রম করে দ্রুতগতিতে যৌবন কালের দিকে অগ্রসর হইতেছি।কিন্তু শৈশবকালের ফেলে আসা সেই পুরনো দিনগুলো কখনো ভুলতে পারিনি।
ওই দিনগুলোর কথা মনে পড়লে মন আনন্দে ভরে উঠে।
বিকেলবেলা বন্ধুদের সঙ্গে কানামাছি, রুমাল চুরি সীতাহরন, পুতুল বিয়ে , রান্না খেলা , পিন্টু খেলা, লাট্টু ঘোরানোর, ক্রিকেট ও ফুটবল খেলা কিংবা দুপুরে স্নানের সময় উঁচু গাছের ডাল থেকে পুকুরের জলে ঝাঁপ দেওয়া এই সব এখন অতীত হয়েছে
কর্মজীবনে এখন সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যাস্ত থাকি।আর ভাগ্যক্রমে যদি সবাই কখনো এক সঙ্গে মিলিত হই সবাই যে যার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকি।
ভালোই হতো যদি আমরা সবাই ফিরে যেতাম আমাদের শৈশবের ফেলে আসা সেই পুরনো দিনগুলোতে।
শৈশবের ফেলে আসা দিনগুলো কিছু ছবি